বাংলাদেশে কৃষিচাষে বর্তমান টার্কি পালনে ব্যাপক সাড়া ফেলেছে। সোস্যাল মার্কেট ফেসবুকে চোখ রাখলেই দেখা যায় অনেক টার্কি চাষির প্রোফাইল এবং তাদের পোষ্ট। তাদের সাফল্যগাথা গল্প ও আমার বাস্তব অভিজ্ঞতা নিয়েই আজকের আয়োজন। আমার অধিক কৌতহলের কারনে নিজে গাজীপুরের হোতাপাড়ায় রহিম ভাইয়ের টার্কি ফার্মে পরিদর্শন করি এবং বাস্তব অভিজ্ঞতা নেই। উনার ফার্মটি বেশী দিনের না তারপরও এই অল্প সময়ে উনি একজন সফল খামারী তার একটি কারনও আছে সেটি হল উনি একসাথে টার্কি এবং তিতির ফার্ম গড়ে তুলেছেন।
আমার দর্শনে রহিম ভাই যে যে কারনে একজন সফল খামারী।
১. পাশাপাশি ৩টি খামার যেমন টার্কি, তিতির, বিভিন্ন প্রজাতির কবুতর
২. ফার্মের জৈব নিরাপত্তা ভালভাবে ব্যবস্থাপনা এবং কঠোরভাবে মেনেচলা
৩. নিজস্ব হ্যাচিং ব্যবস্থপনা
৪. মার্কেটিং সম্পর্কে ভাল ধারনা
৫. অন্যন্য খামারীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষাকরা
৬. ফার্ম ব্যবস্থাপনায় ভাল ধারনা
পরিশেষে একটি কথায় বলব একটি টার্কি ফার্ম করে বেকারত্ব ঘোচাতে পারেন। নিচের ভিডিওটি দেখে নিতে পারেন। সু-খবর আপনাদের ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল দিব যদি আপনাদের আগ্রহ থাকে।
Post a Comment